ইন্টার্ন হিসেবে চাকরির সুযোগ দিচ্ছে স্যামসাং

স্যামসাং আরএন্ডডি ইনস্টিটিউট বাংলাদেশ লিমিটেড ১ নভেম্বর ২০২৪ ইং তারিখে ইন্টার্ন ইঞ্জিনিয়ার পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ নভেম্বর ২০২৪ ইং তারিখের মধ্যে স্যামসাং আরএন্ডডি ইনস্টিটিউট বাংলাদেশ লিমিটেড ইন্টার্ন ইঞ্জিনিয়ার পদে আবেদন করতে পারবেন। চলুন স্যামসাং ইন্টার্ন ইঞ্জিনিয়ার পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সম্পর্কে বিস্তারিত জেনে নেই। 

স্যামসাং ইন্টার্ন ইঞ্জিনিয়ার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

স্যামসাং আরএন্ডডি ইনস্টিটিউট বাংলাদেশ লিমিটেড ইন্টার্ন ইঞ্জিনিয়ার পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো টেবিলের মাধ্যমে তুলে ধরা হলো। 

বিষয়বস্তুতথ্য
পদের নামইন্টার্ন ইঞ্জিনিয়ার
বয়স২১ থেকে ২৮ বছর
আবেদনের শেষ তারিখ১০ নভেম্বর ২০২৪
শিক্ষাগত যোগ্যতাকম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি অথবা ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং-এ ব্যাচেলর অব সায়েন্স (BSc) ডিগ্রি
প্রকাশিত তারিখ১ নভেম্বর ২০২৪
কোম্পানিস্যামসাং আরএন্ডডি ইনস্টিটিউট বাংলাদেশ লিমিটেড

শিক্ষাগত যোগ্যতা

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি অথবা ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং-এ ব্যাচেলর অব সায়েন্স (BSc) ডিগ্রি।

অতিরিক্ত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতার পাশপাশি স্যামসাং আরএন্ডডি ইনস্টিটিউট বাংলাদেশ লিমিটেড ইন্টার্ন ইঞ্জিনিয়ার পদে আবেদনের জন্য আরও অতিরিক্ত যে সকল যোগ্যতা প্রয়োজন সেগুলো নিম্নে দেওয়া হলো। 

  • বয়স: ২১ থেকে ২৮ বছর
  • SDLC, Git, API এর উপর মৌলিক ধারণা থাকা আবশ্যক
  • OOP এর উপর ভালো ধারণা থাকা আবশ্যক
  • পাইথনের ব্যবহারিক জ্ঞান থাকতে হবে
  • LLM ব্যবহারে বাস্তব অভিজ্ঞতা থাকা আবশ্যক

দায়িত্ব ও প্রেক্ষাপট  

স্যামসাং আরএন্ডডি ইনস্টিটিউট বাংলাদেশ লিমিটেড ইন্টার্ন ইঞ্জিনিয়ার পদে যে সকল দায়িত্ব পালন করতে হবে সেগুলো হলো। 

  • সফটওয়্যার কোড মেট্রিক্স বিশ্লেষণ এবং পুনর্গঠনের সুযোগ সম্পর্কে পরামর্শ প্রদান
  • স্বয়ংক্রিয় বিল্ড টুল ব্যবহার করে সফটওয়্যার প্রসেস অটোমেট করা
  • অটোমেশনের জন্য স্ক্রিপ্ট লেখা
  • LLM টুলের ফিচার উন্নয়নে কাজ করা
নতুন নিয়োগ বিজ্ঞপ্তিঃ স্কয়ার ফার্মাসিউটিক্যালস এক্সিকিউটিভ পদে নিয়োগ বিজ্ঞপ্তি 

দক্ষতা ও বিশেষজ্ঞতা  

স্যামসাং আরএন্ডডি ইনস্টিটিউট বাংলাদেশ লিমিটেড ইন্টার্ন ইঞ্জিনিয়ার পদে আবেদনের জন্য যে সকল দক্ষতা এবং বিশেষজ্ঞতা প্রয়োজন সেগুলো হলো। 

  • C প্রোগ্রামিং
  • C++
  • পাইথন
  • সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল (SDLC)
  • STLC

আবেদন প্রক্রিয়া

অনলাইনের মাধ্যমে স্যামসাং আরএন্ডডি ইনস্টিটিউট বাংলাদেশ লিমিটেড ইন্টার্ন ইঞ্জিনিয়ার পদে আবেদন করতে হবে। 

প্রসঙ্গিক তথ্য

কর্মস্থল:অফিসে কাজ করতে হবে

চাকরির ধরণ:ইন্টার্নশিপ

কর্মস্থলের অবস্থান: ঢাকা

প্রতিষ্ঠানের তথ্য  

স্যামসাং আরএন্ডডি ইনস্টিটিউট বাংলাদেশ লিমিটেড সমান কর্মসংস্থান সুযোগ প্রদানকারী এবং যে কোন প্রকার বৈষম্যকে নিরুৎসাহিত করে। তদ্ব্যতীত, স্যামসাং আপনাকে আপনার বর্তমান এবং পূর্ববর্তী প্রতিষ্ঠানের গোপনীয় বাণিজ্যিক তথ্য গোপন রাখার অনুরোধ করছে এবং কোন অবস্থাতেই কর্মচারীদের সাথে প্রকাশ করবেন না। যদি প্রতিষ্ঠানের কেউ এই ধরনের তথ্য চায় বা প্রকাশের জন্য অনুরোধ করে, তবে এইচআর বিভাগকে অবহিত করুন।

ঠিকানা:

মোনেম বিজনেস ডিস্ট্রিক্ট (৩য় তলা), ১১১, বীর উত্তম সি.আর. দত্ত রোড (সোনারগাঁও রোড), ঢাকা- ১২০৫, বাংলাদেশ।  

ওয়েবসাইট: https://research.samsung.com/srbd