ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন এর প্রতিষ্ঠান ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি (জিপিএফপিএলসি) পলাশ, নরসিংদী নিরাপত্তা পরিদর্শক ও নিরাপত্তা প্রহরী পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ নভেম্বর ২০২৪ ইং তারিখের মধ্যে চিঠির মাধ্যেমে আবেদন করতে পারবেন। চলুন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সম্পর্কে বিস্তারিত জেনে নেই। 

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন এর প্রতিষ্ঠান ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর তথ্যগুলো টেবিলের মাধ্যমে তুলে ধরা হলো। 

ক্রঃ নংপদের নাম ও সংখ্যাগ্রেড ওবেতনস্কেলবয়সসীমাশিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
নিরাপত্তা পরিদর্শক৪ টি১২ গ্রেড১১৩০০-২৭৩০০/-অনুর্ধ্ব ৩০
বছর
সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩(তিন) বছরের অভিজ্ঞতা সমেত স্নাতক/সমমান ডিগ্রি।
নিরাপত্তা প্রহরী৬৫ টি ২০ গ্রেড৮২৫০-২০০১০/-অনুর্ধ্ব ৪০ বছরসেনাবাহিনী/পুলিশ বাহিনী/আনসার বাহিনীর অভিজ্ঞতাসমেত এসএসসি/ সমমান পরীক্ষায় পাশ। আনসার বাহিনীর সদস্যদের ক্ষেত্রে Running CC সহ অভিজ্ঞতা সম্পন্ন সদস্যরা অগ্রাধিকার পাবে।

আবেদনের নিয়ম ও শর্তাবলী

১। প্রার্থীকে সাদা কাগজের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্রে আবেদনকৃত পদের নাম, প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, স্বামীর নাম (প্রযোজ্য ক্ষেত্রে), বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, নিজ জেলা, জন্ম তারিখ ১৪-১১-২০২৪ খ্রি. তারিখে প্রার্থীর বয়স, জাতীয়তা,ধর্ম, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিবরণ (প্রযোজ্য ক্ষেত্রে) ক্রমানুযায়ী বিস্তারিতভাবে সাদা কাগজে দরখাস্ত করতে হবে। আবেদনকৃত পদের নাম স্পষ্টভাবে খামের উপর উল্লেখ করতে হবে। অসম্পূর্ণ ও ভুল আবেদনপত্র বাতিল হবে।

২। নিরাপত্তা পরিদর্শক পদে ১৪-১১-২০২৪ খ্রি, তারিখে সবোচ্চ বয়সসীমা ৩০ বছর এবং নিরাপত্তা প্রহরী পদে সেনাবাহিনী/পুলিশবাহিনী/আনসার বাহিনীর অভিজ্ঞতাসমেত সর্বোচ্চ বয়সসীমা ১৪-১১-২০২৪ খ্রি. তারিখে ৪০ বছর হতে হবে। 

৩। বয়সের জন্য জাতীয় পরিচয়পত্র/এসএসসি সনদ এর সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। বয়সের ক্ষেত্রে কোন অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

8। আবেদনপত্রের সাথে সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থার প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা ০৩ কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার (প্রযোজ্য ক্ষেত্রে) সনদ, নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত জাতীয় পরিচয়পত্র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার থেকে নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।

৫। আবেদনকারী মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা হলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের কপিসহ মুক্তিযোদ্ধার সনদপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান কোটায় নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের এ বিষয়ে দাখিলকৃত সনদ সঠিক মর্মে প্রশাসনিক মন্ত্রণালয় হতে প্রত্যয়নপত্র প্রাপ্তির পর নিয়োগপত্র প্রদান করা হবে। 

মুক্তিযোদ্ধা কোটায় চাকরি দাবিদার সকল প্রার্থীকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নিম্নে প্রদত্ত নির্ধারিত ছক আলাদা কাগজে পূরণ করে আবেদনপত্রের সাথে পাঠাতে হবে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্ধারিত ছক

মুক্তিযোদ্ধার নামবিবরণমন্তব্য
পিতার নাম
উপজেলা/জেলার নাম
মুক্তিযোদ্ধার জাতীয় পরিচয়পত্র/জন্ম তারিখ/জন্ম সনদ
মুক্তিবার্তা নাম্বার, গেজেট নাম্বার ও তারিখ
মন্ত্রণালয়ের সনদ নাম্বার, তারিখ ও স্মার নাম্বার
মুক্তিযোদ্ধার স্থায়ী ঠিকানা
মৃত মুক্তিযোদ্ধার ক্ষেত্রে মৃত্যু সনদ
বামুস সনদ নাম্বার ও তারিখ
১০মুক্তিযোদ্ধার উত্তরাধিকার সনদপত্র, পোষ্যদের ক্ষেত্রে প্রার্থীর পিতা বা মাতার নাগরিকত্ব সনদ
১১ভারতীয় তালিকার নাম্বার ও কপি (যদি থাকে)
নতুন নিয়োগ বিজ্ঞপ্তি: পিকেএসএফ নিয়োগ বিজ্ঞপ্তি

৬। প্রার্থী উপজাতি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।

৭। চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র (NOC) দাখিল করতে হবে।

৮। অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যদের আবেদনের সাথে ডিসচার্জ বুক/খালাসি বইয়ের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে। 

৯। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপিসহ উপস্থিত হতে হবে এবং এক সেট সত্যায়িত কপি জমা দিতে হবে।

১০। নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান বিধি-বিধান ও কোটা পদ্ধতি এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণযোগ্য হবে।

১১। পরীক্ষায় অংশগ্রহণ এবং চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের চাকুরিতে প্রথম যোগদান পর্যন্ত কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

১২। ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ ও নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদনপত্র বাতিল হবে।

১৩। আবেদনপত্র সর্বশেষ ১৪-১১-২০২৪ খ্রি.-এর মধ্যে ‘ব্যবস্থাপনা পরিচালক, ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি, পলাশ, নরসিংদী বরাবর পাঠাতে হবে। আবেদনপত্রের সাথে ব্যবস্থাপনা পরিচালক, ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি এর অনুকূলে নিরাপত্তা পরিদর্শক পদের জন্য ৩০০/- এবং নিরাপত্তা প্রহরী পদের জন্য ১০০/- টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার প্রেরণ করতে হবে।

১৪। প্রার্থীদের ক্ষেত্রে কোন যোগ্যতার বা কাগজপত্রাদির ঘাটতি ধরা পড়লে, দুর্নীতি, সনদ জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে, পুলিশ ভেরিফিকেশনে বিরূপ কোন মন্তব্য পাওয়া গেলে, স্বাস্থ্যগত অযোগ্যতার প্রমাণ পাওয়া গেলে, অসত্য তথ্য প্রদান করলে বা যে কোন গুরুতর ভুলত্রুটি পরিলক্ষিত হলে উক্ত প্রার্থীর নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে। এছাড়া ক্ষেত্র বিশেষে সংশ্লিষ্ট প্রার্থীকে ফৌজদারি আইনে সোপর্দ করা যাবে। চাকুরিতে নিয়োগের পর এরূপ তথ্য প্রকাশ বা প্রমাণ পাওয়া গেলে তাকে চাকুরি হতে বরখাস্তকরণ ছাড়াও তার বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে। 

১৫। নিয়োগ সংক্রান্ত ও নিয়োগ পরীক্ষা যে কোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

১৬। নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোন সংশোধন, সংযোজন , পরীক্ষার সময়সূচি ও ফলাফল জিপিএফপিএলসি এর নিজস্ব ওয়েব সাইট এবং বিসিআইসি’র ওয়েবসাইট www.bcic.gov.bd  পাওয়া যাবে।

পরিশিষ্ট

আশা করি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সম্পর্কে সকল তথ্য বিস্তারিত ভাবে জানতে পেরেছেন। যদি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সম্পর্কে আরও কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। 

Tags